সময়টা যেন মোটেও ভালো যাচ্ছে না বাবর আজমের, এশিয়া কাপে দলের ব্যর্থতার পর থেকেই "হতাশা" পাকিস্তান দলের অধিনায়কের, দলকে ফাইনালে উঠতে না পারায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। এইবার এই কারণেই আরো বড় বিপাকে পড়ার মুখে এই পাক অধিনায়ক।
এশিয়া কাপে পাকিস্তানের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেট প্রেমিকরা। অধিনায়ক বাবরের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে, ২২ গজ দেশের ব্যর্থতায় হতাশ এক পাক অভিনেত্রীও।
তার কথায়, দেশের মানুষের আবেগ নিয়ে খেলা করছেন বাবর আজমরা। আর তাই পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন বলে জানিয়েছেন দেশটির এক অভিনেত্রী। ওই অভিনেত্রীর নাম সেহার শিনওয়ারি, পাকিস্তানের হায়দরাবাদে তার জন্ম।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে পাক অভিনেত্রী লেখেন, বাবর আজম ও তার দলের বিরুদ্ধে এফআইআর করতে যাচ্ছি। কারণ, তারা ক্রিকেটের বদলে সব সময় আমাদের দেশের ভাবাবেগ নিয়ে খেলেন।
তবে অভিনেত্রীর পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। একজন লিখেছেন, ‘চিল' এটি একটি খেলা! একবার ভাবুন তো বাবর আজম ভারতীয় হলে কতটা মূল্যবান হতেন? নিঃসন্দেহে তিনি খুব ভালো ক্রিকেটার! এ ধরনের মন্তব্য অবশ্যই এড়িয়ে যাবেন।