মেসি কবে ফিরবেন, জানালেন পিএসজি কোচ মার্তিনো


বিশ্বকাপ শেষে ফের শুরু হয়েছে ক্লাব ফুটবলের  ব্যস্ত সময়। এরই মধ্যে মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা। লিগ ওয়ানের লড়াই শুরু হলো বলে, বুধবার ২৮ ডিসেম্বর আন্তর্জাতিক বিরতি কাটি মাঠে নামছে পিএসজি। এমবাপ্পে নেইমাররা এরই মধ্যে ক্লাবে ফিরলেও এখনো ছুটিতে রয়েছেন আর্জেন্টিনার জার্সিতে প্রথম বিশ্বকাপের স্বাদ গ্রহণ পাওয়া লিওলেন মেসি।

রোববার সকালে মেজর সকার লিগের ম্যাচে আটালান্টা ইউনাইটেডের কাছে ৫-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয় ইন্টার মায়ামি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই বারবারই উঠে আসছিল মেসির প্রসঙ্গ। তবে পেশীর চোটের কারণে তাকে নিয়ে কোনো ধরণের ঝুঁকি নেননি বলে জানান মায়ামি কোচ তাতা মার্তিনো, মেসির পেশীতে অস্বস্তি রয়েছে। তাই তাকে এই ম্যাচে নিয়ে আসাটা খুব বুদ্ধিমানের কাজ হতো না। দুই দিন আগেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে ও আসবে না। এই ম্যাচে ওকে খেলালে তা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যেতো।

এদিকে আটালান্টার বিপক্ষে জর্দি আলবাকেও পায়নি মায়ামি। তার মতোই পেশীর চোটে ভুগছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। ঠিক কবে নাগাদ মেসি ও আলবা মাঠে ফিরবেন জানতে চাইলে মার্তিনো বলেন, তারা সবাই আগামীকাল অনুশীলন করবে। আমাদের দৃষ্টি থাকবে মেসিকে কেমন অনুশীলন করতে পারেন। আমাদের কোনো তাড়া নেই। যদি সে ভালো থাকে এবং আত্মবিশ্বাসী থাকে তবে সে (বুধবার টরন্টোর বিপক্ষে) খেলবে। যদি তা না হয় তবে আমরা আরও কিছুদিন অপেক্ষা করব।

Post a Comment

Previous Post Next Post

Random Products