ধরুন আপনি আচেনা কোথাও বেড়াতে গেছেন সেখানে Wifi নেই বা আপনার মোবাইল ফোনে ডাটা কানেকশনে নেট পাচ্ছে না। তো সেই মুহূর্তেই আপনি খুব বিপদে পড়ে যান, তো বান্ধুরা এই সমস্যার সমাধানে কিভাবে ইন্টারনেট ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে গুগল ম্যাপ use করা যায়, সে বিষয়ে আজকে আপনাদের একটি টিপস শেয়ার করবে।
এজন্য প্রথমে আমরা চলো যাবো Google mape সেখানে গিয়ে থ্রি ডট আইকোন এ ক্লিক করবো।
তারপর নিচের ছবিতে অনুসরণ করতে হবে । ছবিতে দেখানো offline maps এ ক্লিক করতে হবে।
এরপরে Select your own map এ ক্লিক করলে। নিচে ডানপাশে Download অপশান আসবে ঐ খানে ক্লিক করলে। Google offline map ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি সব জায়গায় ফ্রিতে গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন।
যদি এতেও না বোঝেন তাহলে নিচের ভিডিও দেখুন :
Tags:
Android Tips