যেকোন সময় 'দেশে' ফিরে আসতে পারেন মুশফিক


চলতি মৌসুমে এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রীলংকার বিপক্ষে ম্যাচ আগামীকাল শনিবার। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ের ম্যাচ। এই ম্যাচে হারলেই এশিয়া কাপ থেকে বিদায় ঘন্টা বেজে যাবে টাইগারদের।

এমন সময়ে হঠাৎ খবর আছে, টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে পারেন মুশফিকুর রহিম। তবে আগামীকাল শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলবেন তিনি। এরপরে দেশের উদ্দেশ্যে ঢাকার বিমান ধরতে পারেন ১০ সেপ্টেম্বর।

কী কারণে হঠাৎ এমন তাড়াহুড়ো করে দেশে ফেরার সিদ্ধান্ত? ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, মুশফিকের স্ত্রী সন্তানসম্ভবা। দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল। এ সময় স্ত্রীর পাশে থাকা দরকার। সে জন্য ১২ সেপ্টেম্বরের মধ্যে তার ঢাকায় থাকা প্রয়োজন বলে তিনি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন।

যেহেতু পারিবারিক দরকার। তাই টিম ম্যানেজম্যান্ট মুশফিকের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে। তবে মুশফিক ফিরে আসলে তার বিকল্প হিসেবে কাউকে পাঠানো হবে কিনা, সেই বিষয়টি নিশ্চিত নয়।সুপার ফোরে বাংলাদেশর শেষ ম্যাচ ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সে ম্যাচে মুশফিক খেলবেন কি না সেই বিষয়ে এখনও জানা যায়নি, তবে না খেলার সম্ভাবনাই বেশি।


Post a Comment

Previous Post Next Post

Random Products