মুলতানের বিপক্ষে তাঁর ফ্রাঞ্চাইজি দল পেশোয়ার জালমি সাকিবকে একাদশে নেয়নি! ফলে ক্ষুব্ধ হন সাকিব আল হাসান। এক ম্যাচ খেলার পর পিএসএলে খেলা ছেড়ে হঠাৎ পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। তাছাড়া তাদের ব্যবহারও শোভনীয় ছিলনা!
অতীতে আইপিএলেও সাকিব এভাবে অপমানিত হয়েছিলেন। যার কারণে বিসিবি বাংলাদেশের ক্রিকেটারদের এবং দেশের সম্মান বিবেচনা করে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে খেলাতে মোটেও ইচ্ছুক নয়।
তবে, পূর্বে সাকিব ছিলেন শুধুমাত্র অলরাউন্ডার। আর এখন বাংলাদেশ ক্রিকেট দলের "টেস্ট এবং টি-টোয়েন্টি" ক্যাপ্তান। তাই পিসিএল পরিত্যাগ করে তিনি পরিবারের কাছে চলে যান। সুতরাং আইপিএল খেলতে সাকিব লিটন এবং মুস্তাফিজ নাও যেতে পারেন।
মানুষ শুধু নেগেটিভ খুঁজে সাকিব প্রথম ম্যাচে ওই রকম খারাপ পারফরম্যান্স করে নাই যে পরের ম্যাচে সাকিব বসবে। কিন্তু তারা বসানো হয়। ব্যাট কেবল ১ বলেই খেলছে আর বল হাতে ওভার প্রতি ১০ মত দিছে ওইদিন নিশাম বাদে সবাই ১০ করে খাইছে, একটা দল জয়ী হওয়ার পর খারাপ পারফরম্যান্স ছাড়াও কিভাবে একটা প্লেয়ার কে বসিয়ে দেয়।
যদি হারত তাহলে একটা ছিল, আমাদের সমস্যা হলো সব সময় কিভাবে একটা মানুষকে ছোট করা যায় এটা নিয়ে পরে থাকা। সাকিব তো বিশ্বের একটাই। যাকে নিয়ে বাংলাদেশ ভক্ত সমর্থকরা সব সময়ই গর্ব করে।