মাঠের মধ্যখানে একা একা দাড়িয়ে কি ভাবছেন মাসুম। হয়তো মনের গহীনে একটা সুর বারবার বেজে উঠতে পারে কখন খেলবে লাল-সবুজের জার্সি গায়ে এই মাঠে। কল্পনার রাজ্যে কিছু সময়ের জন্য নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য এক জাগতে এমনটা তো বলাই যায়।
আবার সেই স্বপ্নের মাঝে একটা ভয় রয়েছে তা হলো নিজের নামের পাশে লেগ স্প্রিং ট্যাগ লাগানো, যা কিনা স্বপ্নপূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। সে যাই হোক নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। বাকি কাব্য সময়ের জন্য তোলা থাকলো। মূলত এই স্পিনার মিরপুরে আসেন জাতীয় দলের প্লেয়ারদের আসন্ন প্রস্তুতি ম্যাচে বোলিং করতে। স্প্রিং ক্যাম্পে ভালো বোলিং করার সুবাদে তার সামনে এ সুযোগ আসে।
মাঠে নামার আগে হাথুরুসিংহে এবং মুশফিকুর রহিমের সঙ্গে আলাপ করতে দেখা যায়। মুশি পরিচয় করিয়ে দিলেন লেগ স্পিনার মাসুমকে। এইভাবে একজন নেট বোলার জাতীয় দলের কোচের থেকে উৎসাহ পাওয়া টা বড় প্রাপ্তি বলাই যায়। নেট বলারদের উপর হাতুরু সিংহের থাকে নজর, তার কাছে বোলিং যদি ভালো লাগে তাহলে কপাল খুলে যেতে পারে মাসুমের। এর আগেও নতুন প্রতিভা ক্রিকেটারদের দলের সুযোগ করতে দেখা গেছে হাতুরুকে।
অনুশীলন ম্যাচে তামিম মুশফিক এর সামনে বেশি বোলিং করার সুযোগ না পেলেও, বিসিবির নজরে রয়েছেন এই ক্রিকেটার। হাতুর সিংহের পরিকল্পনাতে লেগ স্পিনারে রয়েছে শুধু মাসুম নয়, লেগ স্পিনার হিসেবে দলের সাথে রয়েছেন রিশাদ এবং বিপ্লব। এখন দেখার বিষয় মুস্তাফিজের মত লেগ স্পিনার নিয়ে হাতুরু বাজি ধরেন কিনা।