ইবাদত হোসেনের বিশ্বকাপ শেষ

 

এশিয়া কাপের পর এবার ওয়ানডে বিশ্বকাপ থেকেও ছিটকে পড়লেন ইবাদত হোসেন। লন্ডনে আজ এই ফাস্ট বোলারের হাঁটুতে অস্ত্রোপচার হচ্ছে। পুরোপুরি সুস্থ হতে ইবাদতের কমপক্ষে তিন মাস সময় লাগবে। আর ভারতে বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন প্রথম আলোকে জানান, ‘আজ ইবাদতের অপারেশন হচ্ছে। এরপর রিহ্যাব আছে, সব মিলিয়ে সুস্থ হয়ে লম্বা সময় লাগতে পারে।

২৯ বছর বয়সী ইবাদত অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে ভুগছেন। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে চোটে পড়েন। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান। যে কারণে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে তাঁকে রাখা হয়নি।

আজ শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দলে ইবাদতকে দলে রাখা হলেও এই পেসার সময়মতো পুরোপুরি সুস্থ না হওয়ায় তাঁর জায়গায় তানজিম হাসানকে সুযোগ দেওয়া হয়। এবার বিশ্বকাপেও তাঁকে পাচ্ছে না বাংলাদেশ দল।

বিশ্বকাপের মতো আসরে ইবাদতের না থাকা সেদিক থেকে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা। মাঝের ওভারে যে বোলিংটা ইবাদত করতেন, তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন।

Post a Comment

Previous Post Next Post

Random Products