পাকিস্তানের বিপক্ষে ফর্মে থাকা শান্তর অভাব পূরণ করতে পারবেন লিটন?

২৪ ঘণ্টা পর লাহোরে পাকিস্তানের বিপক্ষে খেলা। সেই পাকিস্তান, যাদের ব্যাটিং ও বোলিং এখন দুরন্ত ফর্মে রয়েছে। এই দলের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ? শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ আর নাসিম শাহ তাদের ফাস্ট বোলিং তোড় সামলাতে পারবেন তো টাইগাররা?

এদিকে এবারের এশিয়া কাপের সুপার ফোরের এমন এক গুরুত্বপূর্ণ খেলার আগে হঠাৎ করেই সর্বনাশ নেমে এসেছে বাংলাদেশ টিমে। এবারের এশিয়া কাপে আর খেলতে পারবেন না নাজমুল হোসেন শান্ত। হ্যামস্ট্রিং সমস্যায় মাঠের বাইরে ছিটকে পড়েছেন ফর্মের চূড়োয় থাকা এ বাঁহাতি টপ অর্ডার।

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল শান্ত নিজের ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, এশিয়া কাপে তার যাত্রা এখানেই শেষ।

গত রোববার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন শান্ত। পরদিন এমআরআই করানো হয়। এরপর ওই জানা যায়, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়া কাপ শেষ না করেই ফিরে আসতে হচ্ছে নাজমুল হোসেন শান্তকে।

এরমধ্যেই গতকাল লিটন দাস এশিয়া কাপের উদ্দেশ্যে লাহোরে পৌঁছেছে, এখন কথা হচ্ছে এমন ইনফর্ম ব্যাটারের অনুপস্থিতে কতটা অভাব পূরণ করতে পারবেন বাকিরা। এবং কি লিটন দাস পারবে কি ফর্মের চূড়ায় থাকা শান্তর অভাবটা পূরণ করতে?


Post a Comment

Previous Post Next Post

Random Products